মানিকগঞ্জে সমন্বয় সভায় চেয়ারম্যানকে চড়-থাপ্পড়ের ঘটনায় মামলা দায়েরের পর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (২৫ মে) রাত ৮টার দিকে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভা শেষে খাওয়ার বিরতির সময় প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সঙ্গে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. জলিলের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে চেয়ারম্যান আ. জলিলের গালে থাপ্পড় মারেন প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক। এ নিয়ে হট্টগোল বেধে যায় সভার মধ্যে। একপর্যায়ে আ. জলিলও পাল্টা চড় মারেন আব্দুর রাজ্জাককে।
এসময় সভায় সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, আন্যান্য দপ্তরের প্রধান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও মো. ইকবাল হোসেন সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে আব্দুর রাজ্জাক রাজাকে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় চেয়ারম্যান আ. জলিলের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।