বলিউড অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানা। তার অভিনয় ও গানে মুগ্ধ ভক্তরা। সম্প্রতি কঙ্গনা রানাউতের সিনেমা ‘ধাকড়’ ছবিটি মুক্তির পর সুপার ফ্লপ হয়েছে। সে পথেই হাঁটতে চলেছে এবার আয়ুষ্মান খুরানার সিনেমা ‘অনেক’।
গত ২৭ মে মুক্তি পায় সিনেমাটি। অনুভব সিনহা পরিচালিত ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যর্থ হয়েছে প্রথম দিনেই।
বিগ বাজেটের সিনেমাটি উদ্বোধনী দিনে মাত্র ২ কোটি রুপি আয় করেছে। তবে নির্মাতারা আশা করেছিলেন সিনেমাটি খুব ভালো আয় করবে।
ভক্তরাও যেনো মেনে নিতে পারছেন না প্রিয় অভিনেতার সিনেমার এমন দর্শক খরা।
তবে বিশ্লেষকরা মনে করছেন, সিনেমাটি ঘুরে দাঁড়াবে।