সময় যত গড়াচ্ছে, চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ততই বাড়ছে। এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ২০ হাজার টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন।
গতকাল শনিবার রাত ৯টা ২৫ মিনিটে বিএম কনটেইনার ডিপোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ১৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে এবার ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরো ২ জন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ রোববার সকালে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দেয়।