দলীয় ৪২ রানের মাথায় হঠাতই উইকেট ছেড়ে সাজঘরের পথ ধরেন ফখর। আভেষ খানের করা ওভারের পঞ্চম বল লাফিয়ে উঠলে সেটি ঠিকঠাক খেলতে পারেননি ফখর। বল চলে যায় উইকেট রক্ষক দীনেশ কার্তিকের হাতে।
কেউ আবেদনই করেননি উইকেটের। আম্পায়ারও বুঝতে পারেননি। স্বাভাবিক ছিল সবাই। কিন্তু ফখরের উইকেট ছেড়ে চলে যাওয়া দেখে টিভি আম্পায়ার চেক করে দেখেন হালকা ব্যাটে লেগেছিল বল। সেটি বুঝতে পেরেই নিজ থেকে চলে যেতে থাকেন মাঠ ছেড়ে।
এর আগে ৬ বলে করেছেন ১০ রান। রিজওয়ানের সঙ্গে ফখরের জুটি থামে ১৯ বলে ২৭ রানেই।